*রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেয়ীন ও তাবে তাবেয়ীনের যুগ থেকে প্রতি যুগে এর উপর ব্যাপকভাবে আমল ছিল।
*ইসলাম ধর্মে মাথায় আচ্ছাদন রাখার বিষয়টি বেশ গুরুত্বের সাথে বিবেচিত হয়।
*ইসলামে ঘুম এবং গোসল ছাড়া সর্বক্ষণ এমনকি প্রাকৃতিক কর্ম সারার সময়ও মাথা ঢেকে রাখা সুন্নত।
*আর মাথা ঢাকার জন্য টুপির চেয়ে সুন্দর আরামদায়ক কোনো কিছুর বিকল্প প্রায় অকল্পনীয়।
*হাসান বিন মেহরান থেকে বর্ণিত-
عن رجل من الصحابة : قال : أكلت مع رسول الله صلى الله عليه وسلم، ورأيت عليه قلنسوة بيضاء
*একজন সাহাবী বলেছেন, ‘আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তাঁর দস্তরখানে খেয়েছি এবং তাঁর মাথায় সাদা টুপি দেখেছি’ (আল ইসাবাহ ৪/৩৩৯)
ফাযারী রাহ. বলেন,
رأيت على علي قلنسوة بيضاء مصرية
*আমি আলী রা.-এর মাথায় সাদা মিসরী টুপি দেখেছি।-তবাকাতে ইবনে সাদ ৩/২৩
*আল্লাহর রহমতে আমরা সংশয়হীনভাবে বুঝতে পারলাম যে, নবীজির যুগ থেকে টুপি ছিল এবং মুসলমানদের পোশাক হিসেবে অন্যান্য পোশাকের মতো টুপিরও ব্যাপক প্রচলন ছিল।
#সম্মানিত ক্রেতা সাধারনের চাহিদার কথা বিবেচনা করে MabiY Shop বাহারি ডিজাইনের দেশী বিদেশী হরেক রকমের টুপির সম্ভার সাজিয়েছে।ঘরে বসে আজই আপনার পছন্দের টুপি ক্রয় করুন,প্রিয়জনকে হাদিয়া দিন।
mabiyshopAdmin –
মাথা ঢাকার জন্য টুপির চেয়ে সুন্দর আরামদায়ক কোনো কিছুর বিকল্প প্রায় অকল্পনীয়। আমি আলী রা.-এর মাথায় সাদা মিশরী টুপি দেখেছি।-তবাকাতে ইবনে সাদ ৩/২৩
hossain –
i interest you cap, your contract number
mabiyshopAdmin –
01976122140